প্রথম ইমরুল কায়েস, পরে সাব্বির রহমান—চ্যাম্পিয়নস ট্রফিতে দুজনকেই তিন নম্বর ব্যাটিং পজিশনে চেষ্টা করিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু দুজনই ব্যর্থ। পুরো টুর্নামেন্টে ‘নাম্বার থ্রি’ নিয়ে তাই দুশ্চিন্তায় কেটেছে টিম ম্যানেজমেন্টের। কিন্তু তিন নম্বরের সমস্যা বাংলাদেশের ক্রিকেটে এটাই প্রথম নয়; বরং ওয়ানডেতে সমস্যাটা বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে দিনের পর দিন। এবারের আসরে চরমভাবে ব্যর্থ হওয়ার পর সাব্বির রহমানকে জাতীয় দল থেকে বাদ দেয়ার এক রকম ঘোষণাই দিয়ে রাখলেন কোচ হাতুরেসিংহে।
ইংল্যান্ড থেকে দলের সঙ্গে বাংলাদেশে না ফিরলেও সেখানে টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে হাতুরেসিংহে বলেন, পুরো টুর্নামেন্টে সিনিয়র ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারলেও জুনিয়ররা সেভাবে কিছুই করতে পারেনি। এক্ষেত্রে সবচে বেশি ব্যর্থ হয়েছে সাব্বির রহমান। তাকে এবার ঘরোয়া ক্রিকেটে আবারো রান করেই দলে ফিরতে হবে।
আপনার মতামত লিখুন :