মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে।রোববার ভোরে উপজেলার মধ্যডিমাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মধ্যডিমাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী আফিয়া বেগম (৩৮) ও মেয়ে ফাহমিদা বেগম (১৩)।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান জানান, রোববার ভোরে মধ্যডিমাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের বসত ঘরে টিলা ধসে পড়ে। এতে তার স্ত্রী আফিয়া বেগম ও স্কুল পড়ুয়া মেয়ে ফাহমিদা বেগম (১৩) মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এলাকাবাসী মা-মেয়ের লাশ উদ্ধার করেন।
আপনার মতামত লিখুন :