মুক্তাগাছায় কুমারগাতা ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার মাহফিল


Tajul প্রকাশের সময় : জুন ১৬, ২০১৭, ৮:৫৩ PM / ১৩০
মুক্তাগাছায় কুমারগাতা ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার মাহফিল

মুক্তাগাছা উপজেলার ৪নং কুমারগাতা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার সত্রাশিয়া প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মাস্টার, সদস্য সচিব আনিছুর রহমান অতুন, খেরুয়াজানী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহবুবুল আলম ফকির, স্বেচ্ছা সেবক পার্টির আহ্বায়ক আহসান মাস্টার, জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান, ৪নং কুমারগাতা ইউপি সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুবেল, হযরত আলী প্রমুখ। সভাপতিত্ব করেন ৪নং কুমারগাতা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হায়দার আলী। ইফতার ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যা লোক অংশ নেয়।