বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সার্ভ কম্পিউটার সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার পরীক্ষা কেন্দ্র মুক্তাগাছাস্থ আর.কে মডেল উচ্চ বিদ্যালয়ে সার্ভ কম্পিউটার সেন্টারের প্রায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন।
এ সময় মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপায়ন দাস শুভ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আর. কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, সার্ভ কম্পিউটার সেন্টারের পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। পরিদর্শনকালে নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, বেকারত্ব দূরীকরণে কর্মমূখী শিক্ষা অপরিহার্য। তথ্য প্রযুক্তি উৎকর্ষের এ সময়ে সার্ভ কম্পিউটার সেন্টার যুগপযোগি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে যা দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে বিশেষ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :