দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট উইকেটের জয় নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গেছে ভারত। তবে, শেষ চারে তাঁদর প্রতিপক্ষ কে সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে, রানরেটের কথা মাথায় রাখলে ভারতের গ্রুপ চ্যাম্পিয়নই হওয়ার কথা।
সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার বার্মিংহ্যামের এজবাস্টনে বাংলোদেশ ও ভারত মুখোমুখি হবে। ভারতও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকেই ধরে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে সেমিফাইনাল নিয়ে কথা বলেন ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন।
ভারতের এই ডান-হাতি স্পিনার বলেন, ‘আমাদের সম্ভবত বাংলাদেশের সাথে খেলা। তারা ভাল ফর্মে আছে। প্র্যাকটিস ম্যাচের সময় আমি ড্রেসিংরুমে বলেছিলাম যে, বাংলাদেশের সাথে আমাদের সেমিফাইনালে দেখা হতে পারে। ড্রেসিংরুমে আমার বন্ধুরা কথাটা হেসেই উড়িয়ে দিয়েছিলো। কিন্তু, দেখো এখন ওরাই সেমিতে! আমি খুবই খুশি যে এশিয়া থেকে তিনটা দল সেমিতে যাচ্ছে! বাংলাদেশের সাথে ম্যাচটা দারুণ হবে’
আপনার মতামত লিখুন :