১১৬ যাত্রীবাহী মিয়ানমারের বিমানটি আন্দামান সাগরে বিধ্বস্ত


Sharif Khan প্রকাশের সময় : জুন ৭, ২০১৭, ৭:৫৬ PM / ৪৬
১১৬ যাত্রীবাহী মিয়ানমারের বিমানটি আন্দামান সাগরে বিধ্বস্ত

মিয়ানমার সেনাবাহিনীর ১১৬ আরোহীবাহী বিমানটির ধ্বংসাবশেষ আন্দামান সাগরে পাওয়া গেছে। স্থানীয় এক কর্মকর্তা ও দেশটির বিমানবাহিনীর একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

মায়ানমারের কমান্ডার ইন চিফের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানটির সঙ্গে স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটি তখন দাওয়েই শহরের ২০ মাইল পশ্চিমে অবস্থান করছিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সামরিক বিমানটিতে ১০৫ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিল। বিমানটির যাত্রীদের মধ্যে বেশিরভাগ ছিল উপকূলীয় এলাকায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যদের পরিবার।

সেনাপ্রধানের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্দামান সাগরের ওপর দিয়ে উড়তে থাকা বিমানটি নিখোঁজের পরপরই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাগরে জাহাজ মোতায়েনের পাশাপাশি বিমান থেকেও বিমানের খোঁজে অনুসন্ধান চলছে।