মোহাম্মদপুরে স্বপ্নকে লাখ টাকা জরিমানা


Sharif Khan প্রকাশের সময় : জুন ৯, ২০১৭, ৭:২০ PM / ৪৭
মোহাম্মদপুরে স্বপ্নকে লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করায় সুপারশপ ‘স্বপ্নকে’ এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর শাহজাহান রোডে অবস্থিত স্বপ্ন আউটলেটে অভিযান চালানো হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান জানান, স্বপ্নের হিমাগারে কাঁচা মাছ-মাংসের সঙ্গে ফলমূল রাখায় তাদের জরিমানা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট জানান, “তারা কোল্ডস্টোরেজের একটি বাক্সে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণ করেছেন। একই সঙ্গে সেখানে আঙুর, কমলা, আপেল, খেঁজুর- সব একসঙ্গে সংরক্ষণ করা হয়েছে। তারা সেখানে পচা মাছ রেখে দিয়েছিল কেটে। এসব কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে।”

এছাড়া দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শের শাহ সুরী রোড এবং টাউন হল মার্কেটের আরও তিনটি দোকানকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা ৬৫টি স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।