মডেল-অভিনেত্রীর সুজানা জাফর এখন পুরোদস্তর ব্যবসায়ী। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে ‘সুজানাস ক্লোজেট’ নামের একটি ফ্যাশন হাউজ খুলেছেন তিনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ফ্যাশন হাউজটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার চিত্রনায়িকা অপু বিশ্বাস, উপস্থাপিকা শারমিন লাকি, চিত্রনায়িকা অঞ্জনা, কণ্ঠশিল্পী বীথি চৌধুরী ছাড়াও অনেকে।
সুজানা বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার নিজস্ব ফ্যাশন ভাবনা আমার ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে। আমার দীর্ঘ দিনের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই ঈদের মতো বড় উৎসবকে সামনে রেখে ‘সুজানাস ক্লোজেট’ উদ্বোধন করেছি। ছোট পরিসরে ফ্যাশন হাউজের ব্যবসা শুরু করলাম। আগামীতে ইচ্ছে আছে এটাকে বড় পরিসরে নিয়ে যাওয়ার।’
সুজানাস ক্লোজেট’ এ পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান-পাকিস্তানি এক্সক্লুসিভ পোশাক, দুবাইয়ের বিখ্যাত আতর ছাড়াও অনেককিছু।
‘সুজানাস ক্লোজেট’ এর ফ্যানপেজ http://www.facebook.com/suzenascloset
আপনার মতামত লিখুন :