ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়ীয়া উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবী দুই উপজেলার বৃহৎ অভ্যন্তরণীন ১২ কিলোমিটার সড়ক নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে । শনিবার উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তাগাছার এমপি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি ।
বৃহৎ অভ্যন্তরীণ পৌরসভার ত্রি- মোহনী নতুন বাজার জিসি ফুলবাড়িয়া উপজেলার মুহাম্মদ নগর জিসি ভায়া হাজী কাশেম আলী মহিলা কলেজ, শিববাড়ি এবং গরবাজাইল বাজার সড়ক উন্নয়ন কাজের এই সড়ক এছাড়াও এদিন সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি এলজিইডির ময়মনসিংহ- টাংগাইল আরএন্ডএইচ (সমিতিঘর) মনতলা খুকশিয়া ভায়া জিন্নত মুন্সির বাড়ি সড়ক ৬শ১০- ১৫১০ মিটার সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন , ল্যাংড়া বাজার রামচন্দ্রপুর ৪শ’ ২০ মিটার সড়ক ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়র, পৌরসভার মেয়র শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অসিত দেব, জাতীয় পার্টির মহাসচিব আনিছুর রহমান অতুন, জাতীয় পার্টি নেতা শামছুদ্দ্নি আহমেদ মাষ্টার, আতাউর রহমান লেলিন, জামাল উদ্দিন আকন্দ, ময়মনসিংহ সদর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনোনেশ দাস, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের আহবায়ক ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মাজহারুল সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ।
আপনার মতামত লিখুন :