ত্রিশালে সড়ক দুর্ঘটনা নিহত ৩


F.Taj প্রকাশের সময় : মে ২৭, ২০১৭, ১:০১ PM / ৭১
ত্রিশালে সড়ক দুর্ঘটনা নিহত ৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ত্রিশাল ও ময়মনসিংহ মেড্ক্যিাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মনিরুজামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী ইসলাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ত্রিশালের রায়মনি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন মারা যায়। আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় জনতা, দমকল বাহিনী ও পুলিশ হতাহতদের উদ্ধার করে।