সাভারে জঙ্গি আস্তানায় সকালে চূড়ান্ত অভিযান


F.Taj প্রকাশের সময় : মে ২৭, ২০১৭, ১০:৩২ AM / ৬৮
সাভারে জঙ্গি আস্তানায় সকালে চূড়ান্ত অভিযান

সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়িতে সকালে চূড়ান্ত অভিযান চালাবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরই মধ্যে একটি বাড়িতে বোমা তৈরির বিপুল সরঞ্জাম পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নামাগেন্ডা এলাকায় একটি পাঁচতলা বাড়ি ঘেরাও করে পুলিশ। ওই বাড়িতে তল্লাশি শেষে একই এলাকায় অপর একটি ছয়তলা বাড়ি ঘেরাও করে তারা। জঙ্গিরা দ্বিতীয় বাড়িটির একটি ফ্ল্যাটে অবস্থান করছে বলে নিশ্চিত হয় পুলিশ।

এর পরপরই সেখানে পুলিশের বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।