অবশেষে প্রকাশ হতে যাচ্ছে অতি প্রতিক্ষীত ‘নবাব’-এর ট্রেলার। সিনেমাটির ভারতীয় লগ্নিকারক এসকে মুভিজের টুইটারে বৃহস্পতিবার খবরটি জানানো হয়। শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমাটির প্রথম ভিডিও প্রকাশ হবে শুক্রবার।
আরো জানানো হয়, ‘নবাব’ একইদিন বাংলাদেশ ও ভারতে মুক্তি পাচ্ছে না। ঈদুল ফিতরের দিন (জুনের শেষদিকে) বাংলাদেশে মুক্তি পাবে, ভারতে মুক্তি পাবে জুলাইয়ে।
বাংলাদেশে শাকিবের একাধিক সিনেমা মুক্তি পাবে ঈদে। থাকছে জিতের ‘বস টু’ও। জিতের সিনেমাটিও একইদিন মুক্তি পাবে কলকাতায়। সাথে থাকছে দেবের ‘চ্যাম্প’। মূলত ব্যবসায়িক হিসেব-নিকেশ করেই স্থানীয় দুই সুপারস্টারের সঙ্গে শাকিবের সিনেমাটি মুক্তি দিচ্ছেন না এসকে।
সর্বশেষ ঈদুল ফিতরেও একই চিত্র দেখা গেছে। বাংলাদেশে একইদিন মুক্তি পায় শাকিবের ‘শিকারি’ ও জিতের ‘বাদশা দ্য ডন’। অন্যদিকে শাকিবের সিনেমাটি কলকাতায় মাসখানেক পর মুক্তি পায়।
বাংলাদেশ থেকে ‘নবাব’ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করেছেন জয়দেব মুখার্জী।
আপনার মতামত লিখুন :