জাতীয় সংসদের জন্য প্রাক্কলিত বাজেট ৩১৫ কোটি টাকা


F.Taj প্রকাশের সময় : মে ২৪, ২০১৭, ৯:০১ PM / ১৩০
জাতীয় সংসদের জন্য প্রাক্কলিত বাজেট  ৩১৫ কোটি টাকা

বাংলাদেশ জাতীয় সংসদের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের মোট ৩১৪ কোটি ৯১ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের ২৮তম বৈঠকে এ বাজেট অনুমোদন হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ও বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩১৪ কোটি ৯১ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ২০১৮-১৯, ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকে ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেওয়া হয়। এছাড়া বিগত ২৭তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।