মুক্তাগাছায় বিথী সাংকৃতিক সংগঠন এর উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে শহরের ৬ টি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আক্তারুজ্জামান বিল্লাল।
প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলম, সাংবাদিক ইদ্রিস আলী, সাংবাদিক ফেরদৌস তাজ, মোফাজ্জল হোসেন, হেলাল উদ্দিন প্রমূখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেন্টিস্ট আইনূল হক। বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক শাহাদত হোসেন, রেহেনা সুলতানা, আশরাফুল আলম।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন হুমাইরা তাবাসসুম তানহা (১ম স্থান), যৌথভাবে ২য় স্থান অর্জনকারী সাবিকুন্নাহার, সাদিক শাহরিয়ার ও তাসনুভা তারাননুম তিশামণি ও শান্তা মিত্র (৩য় স্থান)। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন শহীদুল ইসলাম (১ম), আয়েশা সুলতানা (২য়), তাছিন আহমেদ (৪র্থ) ও মাহবুবা আক্তার ৫ম স্থান অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :