ময়মনসিংহের মুক্তাগাছায় পূর্বশত্রুতার জের ধরে হাফিজুর রহমান নামের এক দর্জিকে কুপিয়ে হত্যা করা হয়েছে । পুলিশ তাৎক্ষণিক মোয়াজ্জেম নামের হত্যাকারীকে গ্রেফতার করেছে ।
বুধবার (২৪ মে) বেলা ১২ টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের রাজাবাড়ি বাজারে এঘটনা ঘটে ।
নিহত হাফিজুর রহমান পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা লোকমান হোসেন এর পুত্র ।
পুলিশ জানায়, ঘটনার সময় হাফিজুর রহমান পোড়াবাড়ি বাজারে অবস্থান করছিলো । হঠাৎই মেয়াজ্জেম ধারালো দা দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এসময় এলাকাবাসী ধৃত মোয়াজ্জেমকে আটক করে থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ধারালো দা সহ হত্যাকারী মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে। মোয়াজ্জেম বালিয়াপাড়া গ্রামের সুলতানের পুত্র ।
থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । লাশ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :