দুর্নীতি বন্ধ করুন অন্যথায় চাকরী ছেড়ে বাড়ী চলে যান-দুদক কমিশনার


F.Taj প্রকাশের সময় : মে ২৩, ২০১৭, ৪:১৬ PM / ৬৩
দুর্নীতি বন্ধ করুন অন্যথায় চাকরী ছেড়ে বাড়ী চলে যান-দুদক কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, জনগনের ট্যাক্সের টাকায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন হয়।সরকারি কর্মকর্তা-কর্মর্নীচারীদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জনগণের সেবা দেওয়া। মনে রাখতে হবে জনগনই এ দেশের মালিক। সরকারি কোষাগার থেকে বেতন নিবেন জনগনের সেবা করবেন না তা হবে না। দুর্নীতি বন্ধ করুন অন্যথায় চাকরি ছেড়ে বাড়ী চলে যান।

দূর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে মঙ্গলবার আরকে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিন ব্যাপী তথ্য মেলা ও গণ-শুনানীর সমাপনী অনুষ্ঠানে সরকারী চাকরীজীবীদের উদ্দেশ্যে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দুর্নীতি বন্ধ করুন অন্যথায় চাকরী ছেড়ে বাড়ী চলে যান-দুদক কমিশনার
মঞ্চে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, ই্উএনও মোঃ জুলকার নায়নসহ অন্যরা

তিনি আরো বলেন, সব এলাকা একসাথে দূর্নীতি মুক্ত করতে পারব না। তবে আমরা শুরু করেছি। নিশ্চয় একদিন দেশের সকল এলাকা দূর্নীতি মুক্ত করতে পারব। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষেই দুদক কাজ করে যাচ্ছে। দূর্নীতি প্রতিরোধে মুক্তাগাছা দিয়েই বাংলাদেশকে পথ দেখাব। তিনি সরকারি সকল অফিসগুলোকে জনবান্ধব গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সকল কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। দালাল প্রতিরোধে প্রত্যেক অফিসের স্টাফদের আইডি কার্ড ব্যবহার ও প্রত্যেক অফিসের অফিসারকে ‘আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত’ মর্মে সাইনবোর্ড টানাতে হবে। কোন কাজ পেন্ডিং রাখা যাবে না।দুর্নীতি প্রতিরোধ কমিটি মুক্তাগাছা শাখার সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়নের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট পরিচালক মোঃ জসিম উদ্দিন ফেরদৌস, দুদক পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মোঃ মনিরুজ্জামান, উপ ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক মাহবুবুল আলম রতনঅনুষ্ঠানে ভূমি অফিস, সাব-রেজিষ্ট্রি অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, সমাজসেবা অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, হিসাবরক্ষণ অফিস ও উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে গণ-শুনানী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, সনাক ও দুপ্রকের সহযোগিতায় দুই দিন ব্যাপি তথ্য মেলা ও গণশুনানীতে ৪০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনীতে অংশ গ্রহন করেন।

দুর্নীতি বন্ধ করুন অন্যথায় চাকরী ছেড়ে বাড়ী চলে যান-দুদক কমিশনার
শুনানী চলাকালে দর্শক গ্যালারিতে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ

উল্লেখ্য, সোমবার দূর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে মঙ্গলবার আরকে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিন ব্যাপী তথ্য মেলা ও গণ-শুনানীর অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি।