মুক্তাগাছায় বোরো চাল সংগ্রহ-২০১৭ উদ্বোধন


F.Taj প্রকাশের সময় : মে ২২, ২০১৭, ৮:৩৯ PM / ৬৭
মুক্তাগাছায় বোরো চাল সংগ্রহ-২০১৭ উদ্বোধন

মুক্তাগাছা উপজেলার খাদ্য গুদামে খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরিন বোরো চাল সংগ্রহ-২০১৭ উদ্বোধন করা হয়েছে।

চার সংগ্রহ অভিযান-2017
চার সংগ্রহ অভিযান-2017 উদ্বোধন করছেন এমপি

সোমবার বিকারে গুদামের অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা থেকে নির্বাচিত এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি। এমসয় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ নজর আলী, ভারপ্রাপ্ত খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা, জাতীয় পার্টি নেতা আতাউর রহমান লেলিন, উত্তম দাস, কামাল হোসেন, গৌরাঙ্গ সাহা, আঃ হালিম প্রমূখ।