ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম শাহদত খান (৪২)। তার পিতা আতা মিয়া খান ঐ পুকুরটির মালিক ।
রবিবার (২১ মে) বেলা সাড়ে ১২ টার দিকে জেলার মুক্তাগাছা উপজেলা শহরের আর.কে উচ্চ বিদ্যালয় সংলগ্ন কিশলয় কচিকাঁচার মেলা স্কুলের সামনে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় ।
এর আগে এলাকাবাসী লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয় ।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান ঐ ব্যক্তির পারিবারের বরাত দিয়ে জানান, শাহদত মানসিক বিকারগ্রস্থ ছিলো । সে সাঁতার জানতো না । লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ।
লাশ উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :