সাধারণ মানুষের ভাগ্য যতদিন পরিবর্তন হবে না ততদিন সংগ্রাম চলবে- প্রধানমন্ত্রী


F.Taj প্রকাশের সময় : মে ২০, ২০১৭, ৩:৪৯ PM / ৮২
সাধারণ মানুষের ভাগ্য যতদিন পরিবর্তন হবে না ততদিন সংগ্রাম চলবে- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষের ভাগ্য যতদিন পরিবর্তন হবে না ততদিন আমাদের সংগ্রাম চলবে। আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষকে উন্নত জীবন দেওয়া।

শেখ হাসিনা বলেন, গত আট বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণের মাঝে তুলে ধরুন। তারা যেন আমাদের প্রতি আস্থা রাখেন এবং ভোট দেন। শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নেতা হয়ে কী পেলাম, কী পেলাম না, এটা ভাবা যাবে না। জাতিকে কী দিতে পারলাম সেটাই ভাবনার বিষয়। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগকে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের কাজ একটাই, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের কোনো অভাব থাকবে না। মানুষ পেট ভরে ভাত খাবে, ভালো কাপড় পরবে, লেখাপড়া করে শিক্ষিত হবে, সর্বোপরি উন্নত জীবন পাবে।

বিএনপি বলে তারা তিন বার প্রধানমন্ত্রী ছিল, জাতীয় পার্টি বলে তারা এতদিন ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকার কথা বলে, তবে দেশ উন্নত হয়নি কেন? আওয়ামী লীগ যদি দেশের উন্নয়ন করতে পারে তারা পারেনি কেন? তাদের উদ্দেশ্য হলো লুটপাট করে খাওয়া আর সম্পদের পাহাড় গড়া;  তা না হলে ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া যাদের ঘরে কিছুই ছিল না, তারা কোটি কোটি টাকা ও বিশাল লঞ্চ বহরের মালিক হয় কীভাবে।