মুক্তাগাছায় জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


Tajul প্রকাশের সময় : মে ১৮, ২০১৭, ৭:০৫ PM / ১০২
মুক্তাগাছায় জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

অধিদপ্তরীয় পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মুক্তাগাছা উপজেলার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন, মুক্তাগাছা পৌরসভার মেয়র মোঃ শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিপায়ন দাস শুভ, মুক্তাগাছা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ নায়েব আলী, পৌর কমিশনার মির্জা আবুল কালাম, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন। উল্লেখ্য ২৬লাখ টাকা ব্যয়ে মেসার্স অলি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের কাজ করণের কার্যাদেশ পেয়েছে।