ময়মনসিংহে স্বাচিব মহাসচিবের বাসভবনে হামলা


F.Taj প্রকাশের সময় : মে ১৭, ২০১৭, ১:৪৯ PM / ৭৬
ময়মনসিংহে স্বাচিব মহাসচিবের বাসভবনে হামলা

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ আজিজের ময়মনসিংহের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে শহরের পুরোহিতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে একদল ছাত্র বাসভবনে হামলা চালায়। চলে যাওয়ার সময় তারা বাড়িতে স্থাপন করা দুটি সিসি ক্যামেরা নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।