বাল্যবিয়ের খবর দিলে গ্রাম পুলিশকে ৫০টাকা পুরষ্কার


F.Taj প্রকাশের সময় : মে ১৭, ২০১৭, ১:৩৫ PM / ৫৩
বাল্যবিয়ের খবর দিলে গ্রাম পুলিশকে ৫০টাকা পুরষ্কার

বাল্যবিয়ে ঠেকানোর এক অভিনব উদ্যোগ নিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।মঙ্গলবার উপজেলায় সাপ্তাহিক সভায় তিনি ঘোষণা দেন, গ্রামপুলিশের কোন সদস্য সম্ভাব্য বাল্যবিয়ের আগাম খবর দিতে পারলেই পুরস্কার তার মোবাইল ফোনে ৫০টাকা রিচার্জ করে দেবেন।

কিন্তু এত কিছু থাকতে মোবাইল ফোনে রিচার্জ কেন? এ প্রশ্নের জবাবে ইউএনও মোহাম্মদ মনির হোসেন বিবিসিকে বলছেন, উপজেলার ছ’টি ইউনিয়নে যে ৫১জন গ্রামপুলিশ আছে তারাই বাল্যবিয়ে ঠেকানোর জন্য যথেষ্ট। “তারা গ্রামে যাতায়াত করে। প্রায় প্রতি বাড়ি সম্পর্কেই তাদের কাছে খবর থাকে। বাল্যবিবাহের ঘটনা তারা আগে জানতে পান। তারা যদি এ কাজে সহযোগিতা করেন তাহলে ভাল ফল পাওয়া যাবে”।

কিন্তু সামান্য সরকারি ভাতা পাওয়া দরিদ্র গ্রামপুলিশের সদস্যদের মোবাইল ফোনে অনেক সময় কল করার টাকা থাকে না। এদিকটি বিবেচনা করেই তাদেরকে উৎসাহ দেয়ার জন্য মোবাইল ফোনে রিচার্জ করবার এই ঘোষণাটি দেয়া হয়েছে, বলছিলেন মোহাম্মদ মনির হোসেন। “প্রতি সপ্তাহেই তাদের সাথে বসি। তাদের কথা শুনি। আজ যখন ঘোষণা দিয়েই দিয়েছি প্রাথমিকভাবে টাকার সংস্থান আমি ব্যক্তিগতভাবে করব। পরবর্তীতে বিভিন্ন সংস্থার সাহায্য নিব”।

গত এক বছরে গুরুদাসপুরে শতাধিক বাল্যবিবাহ হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই জেল জরিমানা করা হয়েছে। তারপরও বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না বলে মোহাম্মদ মনির হোসেন জানান। তিনি আশা করেন, নতুন এই উদ্যোগের ফলে হয়তো গ্রামপুলিশের সদস্যরা অর্থনৈতিক কারণে হলেও বাল্যবিয়ের খবর দেয়া থেকে বিরত থাকবে না।

সূত্রঃ বিবিসি