তথ্য প্রযুক্তি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে মঙ্গলবার থেকে ৩ দিন ব্যাপী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।
শহীদ হযরত আলী অডিটোরিয়ামে মঙ্গলবার বিকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মোঃ নায়েব আলী প্রমূখ। মেলায় ১৩ টি স্টল অংশগ্রহন করে।
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সালাউদ্দিন আহমেদ মুক্তি এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :