না ফেরার দেশে চলে গেলেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক


F.Taj প্রকাশের সময় : মে ১৭, ২০১৭, ১১:৫৭ AM / ৬৭
না ফেরার দেশে চলে গেলেন  সাবেক পররাষ্ট্র সচিব ফারুক

না ফেরার দেশে চলে গেলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে সাবেক এ রাষ্ট্রদূত মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন ।

আজ জোহরের পর ফারুক আহমেদ চৌধুরীর মরদেহ তার একসময়ের কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধানমণ্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদে তার দ্বিতীয় দফা জানাজা হবে। সাবেক এই রাষ্ট্রদূতকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান সমশের মবিন চৌধুরী।

ফারুক চৌধুরী ১৯৩৪ সালের ১৪ জনুয়ারি সিলেটে করিমগঞ্জে বা শ্রীহট্টে জন্মগ্রহণ করেন। করিমগঞ্জ তখন সিলেটের অন্তর্ভুক্ত হলেও এখন তা আসামভুক্ত। মৃত্যুকালে তিনি স্ত্রী জীনাত চৌধুরী, ছেলে আদনান, মেয়ে ফাইয়াজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।