আবার অভিযান শুরু ঝিনাইদহে


F.Taj প্রকাশের সময় : মে ১৭, ২০১৭, ১১:৩৬ AM / ৫৮
আবার অভিযান শুরু ঝিনাইদহে

ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানায় আজ আবার অভিযান শুরু করেছে র‌্যাব। সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে আসা র‌্যাবের কমান্ডো দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযান শুরু করে।

অভিযান শুরুর আগে সকালে র‌্যাবের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন । র‌্যাব-৬-এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, এ সময় নিরাপত্তার স্বার্থে ওই বাড়ির সদস্যদের বাইরে আসতে নিষেধ করা হয়। এর আগে গতকাল বিকালে চুয়াডাঙ্গা গ্রামের দুই জঙ্গি আস্তানার একটিতে (প্রান্তর বাড়িতে) অভিযান শেষ হয় এবং অপর আস্তানা সেলিমের বাড়িসহ ৫টি স্থানে অভিযান স্থগিত করা হয়।

উল্লেখ্য, গতকালের অভিযানে সেলিম হোসেন ও প্রান্ত নামের নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করা হয়। ৪টি সক্রিয় বোমা, ১৮৬টি বোমা তৈরির সার্কিট, ২টি সুইসাইডাল ভেস্ট, একটি ডিভাইস ও চারটি কেমিক্যাল উদ্ধার করা হয়।