বাকি-দিশার সোনা জয় 


F.Taj প্রকাশের সময় : মে ১৪, ২০১৭, ৬:৩০ PM / ৫৫
বাকি-দিশার সোনা জয় 

চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে আজারবাইজানের বাকুতে  ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি। গেমসের দ্বিতীয় দিন রোববার বাকি ও দিশা জুটি ৫-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দিয়েছেন ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে।

ইসলামিক সলিডারিটি গেমসে এটিই বাংলাদেশের সেরা সাফল্য। বাছাইয়ে বাকি ২৫৮.৫ ও দিশা ২৫৮.৩ স্কোর গড়েন। দুজন মিলে ৫১৬.৮ স্কোর গড়ে তৃতীয় হয়ে ফাইনালে ওঠেন। এর আগে গেমসের প্রথম দিন শনিবার শুটিংয়ে অল্পের জন্য সোনার পদক হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছিলেন শুটার রাব্বি হাসান মুন্না।