ঘোষণার চার দিনের মাথায় মুক্তাগাছা ছাত্রলীগের কমিটি স্থগিত


Sharif Khan প্রকাশের সময় : মে ১৩, ২০১৭, ৯:০৭ AM / ৪৫
ঘোষণার চার দিনের মাথায় মুক্তাগাছা ছাত্রলীগের কমিটি স্থগিত

ছাত্রলীগ মুক্তাগাছা শাখায় দুইটি কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে । মাত্র চার দিন আগে এই কমিটি অনুমোদন করা হয়। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমন্বয় না হওয়াই এর কারণ বলে জানিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির স্থানীয় নেতারা।

বৃহস্পতিবার ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যস্যাচী এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। দলীয় প্যাডে  মুক্তাগাছা পৌর ও মুক্তাগাছা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনাও দিয়েছেন এই দুই নেতা। তবে কেন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তার কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি এই বিজ্ঞপ্তিতে।

গত রবিবার বিকালে ছাত্রলীগ মুক্তাগাছা উপজেলা শাখা, পৌর শাখা এবং সরকারি কলেজ শাখা কমিটির অনুমোদন করা হয়।

কমিটি ঘোষণার চার দিনের মাথায় কেন তা স্থগিত করা হলো-জানতে চাইলে ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মো. সব্যস্যাচী ঢাকাটাইমসকে বলেন, ‘স্থগিত কমিটির নেতৃবৃন্দের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমন্বয় হচ্ছে না । দ্বন্দ্ব কোন্দলের ভয়ে এ ঘোষণা দিতে বাধ্য হয়েছি।’