কিশোরীকে বাসা থেকে উঠিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হৃদয় নামে এক যুবকের বিরুদ্ধে (১৮)।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় ঘটনাটি ঘটে। ১২ বছরের ওই কিশোরী একটি চক কারখানায় কাজ করে। তার পরিবার ত্রিমোহনীতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকে।
ধর্ষিত কিশোরীর মায়ের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ভাড়াটিয়ার ভাতিজা হৃদয় দুই-তিন যুবককে সঙ্গে নিয়ে তার মেয়েকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপর বাসার পাশে একটি পরিত্যক্ত জায়গায় তাকে ধর্ষণ করে। এসময় অন্যরা হৃদয়কে ধর্ষণে সাহায্য করেছে।
শনিবার কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তার মা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই মা।
আপনার মতামত লিখুন :