ভিশন ২০২১ এর লক্ষ অর্জন, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, সরকারের সাফল্য, অর্জন ও উন্ন্য়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে শনিবার বিকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও জুলকার নায়নের সভাপতিত্বে ব্রিফিং দেন জেলা তথ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা, মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি আঃ কাদের, শামছুদ্দিন আহমেদ, হেলাল উদ্দিন নয়ন, সিরাজুল হক, মাহবুবুল আলম রতন, নজরুল ইসলাম, ইদ্রিস আলী, ইউসুফ আলী, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের নেতা ফেরদৌসতাজ প্রমূখ।
ব্রিফিং এ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লোবাল আইটিসি অ্যাওয়ার্ড অর্জন, জীবনমান উন্নয়নে ও দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তর করার লক্ষে ১০ টি অগ্রাধিকার খাত চিহ্নিত করে বাস্তবায়ন যার মধ্যে রয়েছে একটি বাড়ী একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুত, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়াদিসহ বিগত ২০০৯ সাল থেকে বর্তমান সরকারের ধারাবাহিক দুই মেয়াদে অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়। এ সময় জেলা তথ্য অফিসের মোঃ আঃ হালিম, নুরুল ইসলাম, চয়ন কুমার ভট্টাচার্য, সুরুজ্জামান বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :