রেইন ট্রি হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান


Sharif Khan প্রকাশের সময় : মে ১৩, ২০১৭, ৬:৫৭ PM / ৫৯
রেইন ট্রি হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান

রাজধানীর বনানীতে দুই বিশ্ববিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ ঘটনায় আলোচিত আবাসিক হোটেল `দ্য রেইন ট্রি` অভিযানে গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

হোটেলে কোনো মাদকদ্রব্য আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছেন তারা ।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। সাফাত আহমেদ ও সাদমান সাকিফ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।