বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বনানীর ‘দ্য রেইন ট্রি’ আবাসিক হোটেলের জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক ফরগেট বলেছেন, ২৮ মার্চ রাতে হোটেলে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। শনিবার সকাল সাড়ে ১০টায় হোটেল ‘দ্য রেইন ট্রি’ এর প্রধান ফটকের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ২৮ মার্চ আমাদের ৫৮ জন স্টাফ হোটেলটিতে কাজ করেছেন। তাদের আমরা জিজ্ঞাসা করেছি। তাদের কারো চোখে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। ৩০ দিনের বেশি সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ রাখা হয় না জানিয়ে আবারো ফ্রাঙ্ক ফরগেইট দাবি করে বলেন, ইন্টারন্যাশনাল হোটেল ট্যুরিজমের নিয়ম অনুযায়ী আমরা ৩০ দিনের বেশি সময়ের ফুটেজ রাখি না। হোটেলটির বারের কোনো লাইসেন্স নেই। এখানে কফি বার রয়েছে। মদের কোনো বার নেই। এ সময় উপস্থিত ছিলেন হোটেলে এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন (ইআইও) ফারজানা আরাফ।
আপনার মতামত লিখুন :