তামিল নির্মাতা প্রভু দেবার ‘ওয়ান্টেড’ ছবিটি বলিউডে নতুন করে চিনিয়েছিল সালমান খানকে। ২০০৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার পরপরই রাতারাতি সালমানের চলচ্চিত্র ক্যারিয়ারের সব হিসেব নিকেশ পাল্টে যায়। সালমানকে সুপারহিরোর তকমাটা পাকাপাকিভাবে এনে দেয় ওই এক ছবিই। কিন্তু ছবিটি মুক্তির পর যে ঝামেলায় পড়েছিলেন সালমান তার জের টানতে হয়েছে টানা সাত বছর।
ছবিটি মুক্তি পাওয়ার পরপরই ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরুতের স্থানীয় আদালতে ছবির নির্মাতা প্রভু দেবা, প্রযোজক বনি কাপুর, তার স্ত্রী শ্রীদেবী, সালমানের খানের বিরুদ্ধে মামলা করা হয়। বাদী লেখক ও চলচ্চিত্র নির্মাতা বিরবল সিং রানা অভিযোগ করেন, ছবিটি নকল করা হয়েছে। টানা সাত বছর ধরে বিচার চলার পর গত মঙ্গলবার মামলার রায়ে সব আসামীকে নির্দোষ ঘোষণা করা হয়েছে।
সুতরাং ছবির সিক্যুয়েল মুক্তির পথে আর কোনো বাধা রইল না। রায় প্রকাশিত হওয়ার পর বনি কাপুর বলেছেন, ঠিকঠাক চিত্রনাট্য পেলে ‘ওয়ান্টেড’ এর সিক্যুয়েল নির্মাণ শুরু করবো। আর সালমান অবশ্যই থাকছেন। তাকে ছাড়া ‘ওয়ান্টেড ২’ এর কথা চিন্তা করতে পারি না।
(বলিউড লাইফ অবলম্বনে)
আপনার মতামত লিখুন :