মুক্তাগাছায় ১২৪ জন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জনের ফল প্রকাশ হয়েছে। শিক্ষাবোর্ড থেকে ফল আনতে যাওয়া রামকিশোর উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল শিক্ষক মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়ে বলেন, ‘কারিগরি শিক্ষা বোর্ডের সার্ভার ত্রুটির কারণে এ সমস্যা হয়। মঙ্গলবার স্কুলের ৭৮ জনের ফল নিয়ে মুক্তাগাছায় ফিরেছি। এই ৭৮ জনের সকলেই পাস করেছে। তন্মধ্যে সর্বনিম্ন ৪.৫০ এবং সর্বোচ্চ ৪.৯৫ ফলাফল প্রাপ্ত হয়ে কৃতকার্য হয়েছে এসব শিক্ষার্থী।’
জানা যায়, উপজেলার দুটি স্কুলের ১২৪ জন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর ফল আটকে ছিল। গত ৪ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলেও রামকিশোর মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৮ জন এবং পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৪৬ জন শিক্ষার্থী তাদের ফল জানতে পারেনি। গত রবিবার ফল আনতে ঢাকায় কারিগরি শিক্ষা বোর্ডে গেছেন তিনজন শিক্ষক। ঢাকাস্থ শিক্ষা বোর্ডে অবস্থানরত এই দুটি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম, মিজানুর রহমান ও রবিউল আলম সে সময় জানান, ঐ পরীক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল (বাস্তব) প্রশিক্ষণের ফলাফল ছয় সপ্তাহের মধ্যে জমা দেয়ার নিয়ম ছিল। সে মতে আমরা কেন্দ্র সচিব মুক্তাগাছা নগেন্দ্র নারায়ণ পাইলট স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ সরকারের মাধ্যমে জমা দিই। আশুতোষ সরকার জানান, প্রাপ্ত ফল বোর্ডে পাঠানো হয়েছে।
সারাদেশে ২১টি স্কুলে এ সমস্যা হয়েছে, যার জন্য শিক্ষকরা কারিগরি শিক্ষা বোর্ডের সার্ভার ত্রুটিকে দায়ী করেছেন।
আপনার মতামত লিখুন :