চীনের মধ্যাঞ্চলে গ্যাস লিক করে ১৮ খনি শ্রমিক নিহত


F.Taj প্রকাশের সময় : মে ৮, ২০১৭, ১:২৬ PM / ৬১
চীনের মধ্যাঞ্চলে গ্যাস লিক করে ১৮ খনি শ্রমিক নিহত

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস লিক করে অন্তত ১৮ শ্রমিক মারা গেছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্হরকাশ করেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হুয়াংফেংকিয়াও শহরের জিলিঙ্কিয়াও খনিতে রোববারের এই দুর্ঘটনার পর আরো ৩৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তারা গ্যাস পরীক্ষা করে দেখছেন। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।