ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া বাজার থেকে ৭৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। তার নাম খোরম আলী। সে নড়াই ইউনিয়নের কুমুরিয়া বস্তিপাড়া গ্রামের আরব আলীর পুত্র। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার এ এস আই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ দোকান থেকে তাকে আটক করে। পুলিশ জানায়-খোরম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :