পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত


F.Taj প্রকাশের সময় : মে ৬, ২০১৭, ১২:৪৯ PM / ৬২
 পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তালগাছের সাথে ধাক্কা খেয়ে যাত্রীবাহী মাহেন্দ্রের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালামের (৬৫) বাড়ি উপজেলার বেতমোর গ্রামে। তিনি একজন ব্যবসায়ী। আহতরা হলেন—মো. তৌফিক (৬০), আবদুস সালাম (২২), গোলেনূন বেগম (৭০) ও সেতারা বেগম (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুষখালী লঞ্চঘাট থেকে পাঁচজন যাত্রী নিয়ে মাহেন্দ্রটি মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে মাহেন্দ্রটি একটি তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পাঁচজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক যাত্রী আবদুস সালামকে মৃত ঘোষণা করেন।