স্ত্রীর অসুস্থতার কারণে দেশে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০১৭, ৪:৩৮ PM / ৭৮
স্ত্রীর অসুস্থতার কারণে দেশে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা

ইংল্যান্ডর সাসেক্স কন্ডিশনিং ক্যাম্প থেকে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার স্ত্রীর অসুস্থতার কারণে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ছুটি নিয়ে রোববার রাতেই দেশে ফিরবেন তিনি। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সাসেক্সের মাঠে দশ দিনের প্রস্তুতি নিতে গত বুধবার রাতে রওনা হয়ে যায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দলটি। মাশরাফির পারিবারিক সূত্র জানা যায়, শনিবার সকালে মাশরাফির স্ত্রী সুমনা হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাই জরুরি ভিত্তিতে ফিরতে হচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ককে। বিষয়টি তার পারিবারিক সূত্র নিশ্চিত করে জানান, আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকায় ফিরবেন মাশরাফি। তবে বিসিবি থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের সাথে যোগ দিতে আবার কবে নাগাত ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন অধিনায়ক এ বিষয়ে সুস্পষ্ট কোন ধারণা পাওয়া যায় নি।

বিসিবির অন্যতম পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, মাশরাফি আপাতত দেশে ফিরলেও ৫ মে আবার ইংল্যান্ডে ফিরতে পারেন। উল্লেখ্য, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১২ মে। ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামনে রেখে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফির দল। টুর্নামেন্টের প্রথম দিন ১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।