মুক্তাগাছায় মহান মে দিবস পালিত


Tajul প্রকাশের সময় : মে ১, ২০১৭, ১১:১৫ AM / ১৩৫
মুক্তাগাছায় মহান মে দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষে আজ মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে। সকালে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তির নেতৃত্বে একটি বিশাল র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, ওসি আক্তার মোর্শেদ, ওসি (তদন্ত) মাহবুব হোসেন, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।

উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন
র‌্যালিতে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

র‌্যালি শেষে সোনালী ব্যাংকের সামনে মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি। এদিকে মুক্তাগাছা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রী, ডেকোরেটর, রংমিস্ত্রী, সিএনজি, অটোরিক্সা, কাঠমিস্ত্রী, হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে র‌্যালি ও সমাবেশ করেছে।