অস্ট্রেলিয়ান হাইকমিশনে হামলার হুমকিদাতা গ্রেফতার। বোমা হামলার হুমকি দিয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনে ই-মেইল বার্তা পাঠানোয়একজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। গত মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কথিত হুমকিদাতার ই-মেইল অ্যাড্রেস jashim.ahmed@gmail.com থেকে এ হুমকি আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান গতবৃহস্পতিবার রাতে সীমান্ত নামে একজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে অজ্ঞাত একটি মেইল থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে অস্ট্রেলিয়ান দূতাবাসের হাইকমিশনার জুলিয়া নিবলেটের ই-মেইলে এ বার্তাটি আসে। বার্তায় টাকা দিতে না পারলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। চাঁদার টাকা পাঠাতে ওই মেইলে গ্রামীণফোন অপারেটরের একটি মোবাইল নম্বর এবং জনতা ব্যাংক গুলশান শাখার একাউন্ট নম্বরও দেওয়া হয়।
হুমকির বিষয় গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক নিশ্চিত করে বলেছিলেন, ঘটনার পর হাইকমিশন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, jashim.ahmed@gmail.com নামের যে মেইল থেকে হুমকি দেওয়া হয়েছে সেটি বাড্ডা লিংক রোডের এক ব্যবসায়ীর। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :