মুক্তাগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা


Tajul প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০১৭, ৪:১৬ PM / ২৬১
মুক্তাগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

মুক্তাগাছা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহাসহ একটি প্রতিনিধি দল। জানা যায় শহরের দরিচার আনি বাজার এলাকায় পিন্টু স্টোর ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা অপরাধে ১০হাজার টাকা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দয়াময় মিষ্টান্ন ভান্ডার ৪৩ ধারায় জীবন বা স্বাস্থ্যের ক্ষতিকর পণ্যের উৎপাদন ও বিক্রির অপরাধে ১০ হাজার টাকা ও একই স্থানে জয়গোপাল মিষ্টান্ন ভান্ডার ৩৭ ধারায় পণ্যের ওজন, পরিমাণ, মেয়াদ উত্তীর্ণ ও উৎপাদনের তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে পাড়াটঙ্গী এলাকায় অবস্থিত আশা চাটনি প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি সীলগালা করে দেওয়া হয়েছে। এব্যাপারে অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন বলেন ভোক্তা অধিকার সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।