ময়মনসিংহের মুক্তাগাছায় বাস চাপায় এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম শফিকুল ইসলাম।
তিনি মুক্তাগাছার হরিণাতলা গ্রামের বাসিন্দা।
রবিবার রাত ৯টার দিকে মুক্তাগাছার বানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মহাসড়কে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার নামে একটি বাস থেকে যাত্রী শফিকুল নামার সময় ওই বাসেরই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসটি আটক করেছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :