সড়ক পরিবহন শ্রমিকদের মুক্তাগাছায় মানববন্ধন


Tajul প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০১৭, ৬:০৭ PM / ৯৫
সড়ক পরিবহন শ্রমিকদের মুক্তাগাছায় মানববন্ধন

সড়ক পরিবহন শ্রমিকদের মুক্তাগাছায় মানববন্ধন। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের অর্ন্তভুক্ত মুক্তাগাছা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ রবিবার সকালে মানববন্ধন করেন। সকালে ‘সরকারের কালো আইন মানিনা মানব না’ ব্যানারে উপজেলার শত শত শ্রমিক অংশ নেয়। মুক্তাগাছা থানা, প্রেসক্লাব ও ডাকবাংলোর সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তাগাছা শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর হোসেন খান, কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সোহাগ, দপ্তর সম্পাদক প্রীতেশ দাস, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, আব্দুর রশিদ, হাসমত আলী, মোখলেছুর রহমান মুকুল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার থেকে শুরু করে যে কয়টি সরকার দেশ পরিচালনা করেছে কোনো সরকারই শ্রমিকদের বিরুদ্ধে কালো আইন তৈরি করে নাই। অনতিবিলম্বে এই আইন বাতিল করা না হলে সারাদেশে শ্রমিক ধর্মঘট চলবে। শ্রমিকরা জেল, জুলুম, ফাঁসির দড়ি নিয়ে গাড়ি চালাবে না বলে অঙ্গীকার করেন।