তথ্য মন্ত্রাণলয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি বলেছেন স্বাস্থ্যসেবা সুযোগ নয় এটা মানুষের মৌলিক অধিকার, আজ সকালে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সচেতন নাগারিক কমিটির (সনাক) সহযোগিতায় স্বাস্থ্যসেবা মানোয়ন্নের লক্ষে স্বাস্থ্যসেবা গ্রহিতা সংশ্লিষ্ট অংশীজন ও স্বাস্থ্য কর্তৃপক্ষের অংশগ্রহনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন সীমিত সম্পদ, ব্যাপক চাহিদা ও সীমাবদ্ধতার জন্য অনেক সময় জনপ্রত্যাশা পূরণকরা সম্ভব হয় না। তাই সরকারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে রোগের প্রার্দুভাব না ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচপিও) ডাঃ এবিএম শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন, ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাদ দপ্তরি, আরএমও ডাঃ সুদিপ কুমার বণিক, মুক্তাগাছা থানার ওসি আক্তার মোর্শেদ, সনাকের সহসভাপতি অধ্যাপক আইয়ুব খান, শামসুদ্দিন মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার শতাধিক সাধারণ নাগরিক তাদের স্বাস্থ্যবিষয়ক সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। উল্লেখ চলতি অর্থবছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ হাজার ৯শ ৪০জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৭শ ৯৬জন। কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রাপ্ত সংখ্যা ৮৪ হাজার ৫শ ৯৪জন। এ সময়ে মুক্তাগাছা নরমাল ডেলিভারি হয়েছে ৬শত ৯ টি।
আপনার মতামত লিখুন :