সুপ্রীমকোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক দেবী’র মূর্তি অপসারণের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০১৭, ১০:৪০ AM / ৬৫
সুপ্রীমকোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক দেবী’র মূর্তি অপসারণের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

সুপ্রীমকোর্ট প্রাঙ্গন থেকে ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিস গ্রিক দেবী থেমিসে’র মূর্তি অপারণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশের ডাক দিয়েছে।

এই সমাবেশে সফল করতে আজ ভোর থেকেই সংগঠনের নেতা-কর্মীরা সদরঘাটসহ বিভিন্ন অঞ্চল থেকে পুরানা পলটনের দিকে আসতে থাকে। এসময় ‘গ্রিক দেবীর মূর্তি ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেয় তারা। সংগঠনের এক লিফলেটে বলা হয়, সমাবেশে সংগঠনের সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সভাপতিত্ব করবেন। বক্তব্য রাখবেন শীর্ষ ওলামা-মাশায়েখ ও জাতীয় নেতৃবৃন্দ।

বায়তুল মোকাররমসহ নগরির বিভিন্ন এলাকায় চরমোনাই পীরের অনুসারিরা এখন অবস্থান করছেন। বাদ জুমা তারা একযোগে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকবে বলে অনুসারিরা জানান। এই সমাবেশেকে কেন্দ্র করে আজ নগরির রাস্তায় গাড়ির সংখ্যা কম দেখা যায়। তদুপরি পরিবহনে বিশৃংখলার কারণেও নগরিতে বাসের সংখ্যা কম বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। এই নিয়ে নগরবাসির মধ্যে কিছুটা আতংকও আছে।