সমকামীদের অধিকারের অগ্রগতির ব্যাপারে এগিয়ে যেতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন ডেমোক্রেট নেতা ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে সতর্কবার্তা দিয়ে হিলারি বলেন, সমকামীদের প্রাপ্য অধিকার পূরণে আমরা প্রশাসনের উপরে কখনোই নির্ভর করতে পারি না। তাকে দ্য সেন্টারে একটি তহবিলে আমন্ত্রণ জানানো হলে সমকামীদের অধিকারের ব্যাপারে অসামান্য বক্তৃতা প্রদান করেন। সেখানে সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন, যেই অধিকারের জন্য আমরা লড়াই করছি তা পূর্ণ মর্যাদার সঙ্গে প্রদানে প্রশাসন থেকে আশানুরূপ ফলাফল পাচ্ছি না।
তিনি প্রকাশ্যে বলেন যে, সমকামীদের অধিকার হচ্ছে মানবাধিকার যা প্রদান করতেই হবে। হিলারি নিজেও বছরের পর বছর এই সমকামীদের বিবাহের ঘোর বিরোধিতা করেছেন। তবে ২০০৪ ও ২০১৩ সালের বিভিন্ন প্রচার অভিযানের ফলে তিনি সমকামীদের অধিকারের ব্যাপারে নিজের সুর পরিবর্তন করেন।
তিনি আরো বলেন, নির্বাচনের জন্য সময়টা খুব বেশি কঠিন হয়ে যাবে। এরপরেও তিনি সমকামীদের অধিকার নিয়ে যতদূর সম্ভব লড়াই করে যাবেন বলে জানিয়েছেন।
তথ্য সুত্র: সিএনএন
আপনার মতামত লিখুন :