হাসিম আমলার দুরন্ত শতরান কোনও কাজে এল না। জোস বাটলার এবং নীতিশ রানার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠে এল মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ ম্যাচে এখন তাদের পয়েন্ট ১০।
ইন্দোরের মাঠে প্রথমে ব্যাট করে পাঞ্জাব তুলেছিল ৪ উইকেটে ১৯৮ রান। হাসিম আমলা ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। আইপিএলে আমলার এটা প্রথম শতরান। আমলা তার ইনিংসে মেরেছেন ৮টি চার এবং ৬টি ছয়। গ্লেন ম্যাক্সওয়েল করেছেন ১৮ বলে ৪০। পাঞ্জাব অধিনায়কের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়। মুম্বাইয়ের মিচেল ম্যাকক্লেনাঘান নেন ২ উইকেট।
জবাবে শুরুটা দারুণ করে মুম্বাই। প্রথম উইকেটে ৮১ রান যোগ করেন পার্থিব প্যাটেল এবং জোস বাটলার। পার্থিব ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৮ বলে করেন ৩৭ রান করেন। ৩৭ বলে ৭৭ করে যান জোস বাটলার। তার ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ৫টি ছয় দিয়ে। নীতিশ রানা ৩৪ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৭টি চার। বাটলার এবং নীতিশ দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন। ৪ বলে ১৫ রান করে অপরাজিত থেকে যান হার্দিক পান্ডিয়া।
আপনার মতামত লিখুন :