মুক্তাগাছায় পুত্র হত্যার প্রতিবাদে পিতার মানববন্ধন হয়েছে। ঘন্টাব্যাপি মানববন্ধনে যোগদেন আরেক সন্তানহারা পিতাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে গোল্ডেন ভয়েজ ও মুক্তাগাছাবাসীর ব্যানারে সাভার সিটি ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সিফাত উল্লাহ সিফাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে পৌর মেয়র মোঃ শহীদুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আতাউর রহমান লেলিন, কাউন্সিলর আমজাদ হোসেন, হেমা রানী দাস, শিক্ষক মোঃ আব্দুল মান্নান, মোস্তফা রায়হান, ছাত্রনেতা নূরে আলম পলাশ, আল আমিন খান, প্লাবন চক্রবর্তী, ইমরান হোসেন শুভ, আসাদুজ্জামান ফরাজী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিহত মেধাবী ছাত্র মোশাররফ হোসেনের পিতা মোঃ শহীদুল ইসলাম ও সিফাত উল্লাহ সিফাতের পিতা মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাহফুজুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিফাতের পিতা মাহফুজুর রহমান বাচ্চু বলেন, আমার প্রত্যাশা ছিল পাশ করার পর আমার একমাত্র সন্তান সিফাত ফিরে আসবে। কিন্তু পেলাম তার লাশ।
আমি জানিনা আমার এ আহাজারি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কানে পৌছবে কি না! আমি আমার মৃত্যুর আগে সিফাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চাই। অনুষ্ঠানে বক্তারা বলেন এর আগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোশাররফ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। যার বিচার আজও তার বাবা-মা পায়নি। প্রতিদিন এভাবে অসংখ্য বাবা-মার বুক খালি হচ্ছে। এভাবে একেরপর এক মেধাবী ছাত্র খুন হলে দেশ মেধা শূন্য হয়ে যাবে। বক্তারা অনতিবিলম্বে গ্রেফতারকৃত দোষীদের ফাঁসি ও পলাতক আসামিদেরকে গ্রেফতার করে আইনের আমলে আনার দাবি জানান। এসময় নিহত সিফাতের পিতা মাহফুজুর রহমান বাচ্চুর আহাজরিতে মানববন্ধন হয়ে ওঠে শোকের মাতম। এর আগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য গত ১০ এপ্রিল সোমবার দুর্বৃত্তদের বুলেটের আঘাতে নিহত হন সিফাত। সে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ১১তম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী এবং হাজী মকবুল হোসেন হলের ছাত্র। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা, আব্বাসিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মো: মাহ্ফুজুর রহমান বাচ্চুর একমাত্র পুত্র।
আপনার মতামত লিখুন :