আজ সোমবার মুক্তাগাছা উপজেলার ৩নং তারাটি ও ৯নং কাশিমপুর ইউনিয়নে ভিডিজি চাল বিতরণ ও ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন। এসময় পৃথকভাবে উপস্থিত ছিলেন তারাটি ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, কাশিমপুর ইউপি চেয়ারম্যান সুমন চৌধুরী, ট্যাগ অফিসার নন্দন দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, ইউপি সদস্য নূরুল ইসলাম, সচিব উজ্জ্বল প্রমুখ। সূত্র জানায় ভিডিজি ও খাদ্যবান্ধব কর্মসূচীতে অনিয়ম, অব্যবস্থাপনা যেন না ঘটে সে লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন প্রায়ই আকস্মিক ভাবে প্রত্যেক ইউনিয়নের এ কর্মসূচী পরিদর্শন ও তদারকি করেন।
আপনার মতামত লিখুন :