মুক্তাগাছার প্রবীণ ব্যাক্তি হিলি হাজী আর নেই


Tajul প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০১৭, ৪:৩০ PM / ১৯৬
মুক্তাগাছার প্রবীণ ব্যাক্তি হিলি হাজী আর নেই

মুক্তাগাছা উপজেলার ১২০ বছর বয়সী প্রবীণ ব্যাক্তি আলহাজ্ব আব্দুল হালিম সরকার ওরফে হিলি হাজী আর নেই। আজ সোমবার দুপুরে বার্ধক্য জনিত কারণে শহরের মধ্যহিস্যা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….. রাজিউন)। মৃত্যুকালে ৪পুত্র, ৪কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব শহরের নবারুণ বিদ্যানিকেতন মাঠে প্রথম নামাজে জানাযা ও বাদ এশা মরহুমের গ্রামের বাড়ী চর আধপাখিয়া (ফুসকির বাজার) মাঠে দ্বিতীয় জানাযা শেষে রঘুনাথপুর (রৌয়ারচর) গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর মেয়র শহীদুল ইসলাম, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলম গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুক্তাগাছার প্রবীণ ব্যাক্তি হিলি হাজী আর নেই