গুগল ডুডলে বাংলা নববর্ষ


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০১৭, ১:৫৮ PM / ৫৬
গুগল ডুডলে বাংলা নববর্ষ

আজ বাংলা নববর্ষ। চারিদিকে চলছে বর্ষবরণের আয়োজন। এই আয়োজনেরও সঙ্গী হল গুগল।

বৈশাখকে বর্ণাঢ্য করে তুলতে পরিবর্তন আনা হয়েছে গুগল ডুডলে। গুগল তাদের ডুডলে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার ছবি সংযুক্ত করেছ।

আজ সকাল থেকেই গুগলে ফুটে উঠেছে মঙ্গল শোভাযাত্রার একটি ইমেজ-ভিডিও।

গুগল তাদের এই ডুডলে কয়েকটি মুখোশ ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে একটি বাঘের মুখোশও। ডুডলটির ওপরে মাউস পয়েন্টার ধরলে ‘হ্যাপি বাংলা নিউ ইয়ার’ (শুভ নববর্ষ) লেখা ফুটে উঠেবে।

উল্লেখ্য, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে।